বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির স্ত্রী রুমি খাতুন একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। বুধবার রাতে সিজারিয়ান অপারেশনের ম্যাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। শহরের ল্যাব সিটি নামে একটি বেনসরকারী হাসাপাতালে গাইনী চিকিৎসক ডা: শহিদুর
রহমান তার সিজারিয়ান অপরেশন করেন।
জানাগেছে , শহীদ রাব্বির স্ত্রী রুমি খাতুনকে ল্যাব সিটি নামে একটি
বেনসরকারী হাসাপাতালে নেয়া হলে ডা: শহিদুর রহমান তার সিজারিয়ান অপরেশন
করেন এবং ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শহীদ রাব্বির স্ত্রী । শহীদ রাব্বির
বাড়ি মাগুরা পৌর এলাকার বরুনাতৈল গ্রামে। মেহেদী হাসান রাব্বিশহীদ হওয়ার
সময় তার স্ত্রী রুমি খাতুন অতন্সত্বা ছিলেন।
উল্লেখ্য , মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট ২০২৪ সকালে
শহরের ঢাকারোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি (৩০) । নিহতের ঘটনায়
সাবেক এমপি বিরেন শিকদার , সাবেক এমপি সাইফুজ্জামানসহ ১৩ জনের নাম
উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মাগুরা সদর
থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত রাব্বির ভাই ইউনুস আলী।