মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে শুক্রবার সকালে মাগুরার শ্রীপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ত্রাণ অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও রোভার স্কাউটসের সদস্যগণ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া প্রদর্শন করেন ও বিভিন্ন উপকরণের কার্যাবলী তুলে ধরেন। উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম মামুন মহড়ায় নেতৃত্ব দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার প্রমুখ।