বিশেষ প্রতিবেদক-
আজ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে । জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে কালেকটরেট মাঠে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস সদস্য মহড়া প্রদর্শন করেন। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র্যালীবের করা হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা , শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। কালেকটরেট চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় কালেকটরেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।