মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সস্ত্রীক ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা তরিকুল ইসলাম সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।
সোহেল মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সোমবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার সদর উপজেলার রামনগর থেকে সস্ত্রীক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার পর এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী যুবলীগ জরুরি সভায় বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও মানবিক সংগঠন।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম সোহেলকে সংগঠন বিরোধী ও অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হলো।