বিশেষ প্রতিবেদক-
গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা তথ্য অফিস আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি অধিগ্রহন কর্মকর্তা দেদারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন, জেলা কালচারাল অফিসার অনুপ কুমার চ্যাটার্জী ও স্থানীয় নেতৃবৃন্দ। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ১০০ জন ছাত্র- ছাত্রী অংশ গ্রহন করে। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।