মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানে মাগুরার শ্রীপুরে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে পুলিশিং ডে-২০২২ উদযাপিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রীপুর থানা চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. জাব্বারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজিম উদ্দিন আল-আজাদ।
গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানা পুলিশিংয়ের অহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খান, দ্বায়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন।