মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে শ্রী শ্রী শ্যামাপূজা উদযাপন উপলক্ষে ৪ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন শেষ হয়েছে। উপজেলার পঞ্চপল্লী মহাশ্মশান কালী মন্দিরের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়। সমাপনী দিনে (বৃহস্পতিবার রাতে) মন্দির প্রাঙ্গনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য যাত্রা পালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার আলোর দিশারী যাত্রা গোষ্ঠী ‘সূর্য সাক্ষী’ নাটক মঞ্চায়ন করেন।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কিশোর কুমার রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, উপজেলা যুবলীগ নেতা বাবুল রেজা, পঞ্চপল্লী মহাশ্মশান কালী মন্দিরের সভাপতি মিলন বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন প্রমুখ।