মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ব্র্যাকের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।
কাজলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত হোসেন, নাকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, লাঙ্গলবাঁধ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারুন-অর-রশিদ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইপট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর হক লাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।