মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলায় বৃহস্পতিবার আইনশৃঙ্খলা-বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, উপজো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সিরাজ উদ্দিন মন্ডল, আরজ আলী বিশ্বাস, বক্তিয়ার উদ্দিন লস্কর, জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ সহ উপজেলায় কর্মরত সকল দপ্তর এর কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।