মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের শ্রীপুর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু ও মহাসচিব কাজী রফিকুল ইসলামের সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খানকে আহ্বায়ক ও মুজিবুর রহমান মোল্লা (মুজিব) কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মোল্লা, মোস্তাফিজুর রহমান, বি এম সাইফুজ্জামান স্বপন, মহসিন মোল্যা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কামাল আজাদ, কায়কোবাদ বিশ্বাস কবির, কাজী মিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল মালেক মিয়া, ডি এস সায়গল সাধন, খন্দকার নবুয়ত আলী, আব্দুল আলিম বিশ্বাস, মাহফুজুর রহমান, মনোয়ার হোসেন, এম জামান মাহমুদ, এম এম ফিরোজ, বদিয়ার রহমান বিশ্বাস, জিবলু মোল্লা, স্বপ্না খাতুন, ইসরাত জাহান তন্নি ও আকিদ মোল্লা।