মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শ্রমিকলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ পিন্টু, মহাসচিব কাজী রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ হাসান ইকবাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাজাহান সাজু, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মুনিরুজ্জামান হায়দার, সহ-সভাপতি শেখ রানা, শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মুজিবুর রহমান, শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য আলিম বিশ্বাস, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আরো অনেকেই।