শ্রীপুরে নানা আয়োজনে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।

No description available.

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার রূপালী খাতুন, মৎস্য অফিসার এবিএম নকিবুল হাসান, খাদ্য অফিসার ইশরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান প্রমুখ ।

No description available.

অনুষ্ঠানের শুরুতে দোয়া করা হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারীদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: