মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার বিকেলে র্যালি, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লা।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জামির হোসেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মেহেদী হাসনাত, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা, শফিকুজ্জামান রিপন, শাওন বিশ্বাস, দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেল, প্রচার সম্পাদক এসএম ওহিদ, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জু হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনি প্রমূখ।