মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসূফি তোয়াজ উদ্দিন আহমেদ (রহঃ) -এর ৩০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে । আজ বিকেলে দ্বারিয়াপুরস্থ ‘পীর তোয়াজ উদ্দিন আহমেদ (রহঃ) পাঠাগার’ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
পাঠাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা হজরত শাহ আরিফ বিল্লাহ মিঠু।
জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক বসির উদ্দিন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাবু, আলহাজ্ব লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দ্বারিয়াপুর দরবার শরীফের ছোট হুজুর ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা আবু সালেহ মোহাম্মদ আবদুদ দাইয়ান (ছড়াকার আবু সালেহ)- এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন পীর শাহ আরিফ বিল্লাহ মিঠু।