মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের ২০২২ – ২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার সকালে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাজেট সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
ওয়েভ ফাউন্ডেশনের রেসপন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ওসমান গণির সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজার রহমান বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সচিব মোক্তাদুর রহমান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু বক্কর মোল্লা, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, বিএম শিহাবউদ্দিন বিশ্বাস, শরিফুল শিকদারসহ, ইউপি সদস্যবৃন্দ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।