মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বিকেলে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ। সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ৯০ জন কামাট, কুমার নাপিত, মুচি বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী ব্যক্তির প্রত্যেককে ১৮ হাজার করে টাকা প্রদান করা হয়।