মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার শতখালী এলাকায় তানিয়া ব্রিকস নামের একটি প্রতিষ্ঠান মাগুরা জেলার মধ্য এই প্রথম পরিবেশবান্ধব ইটভাটার বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। তানিয়া ব্রিকস এর মালিক মোঃ কামাল হোসেন জানান, বিএসটিআই কর্তৃক স্ট্যান্ডার্ড নির্ধারিত এবং বুয়েট কর্তৃক পরীক্ষিত, উন্নত মানের নিখুঁত, দৃষ্টি নন্দন, সাইজ অনুযায়ী প্রতিটি ইট একই মানের হওয়ায় নির্মাণে সাধারণ ইটের চেয়ে শতকরা ১৭ ভাগ ব্যয় ও সাশ্রয়ী৷ সাধারণ ইটের চেয়ে দিগুণেরও বেশি স্থায়ীত্বসহ নানা বৈশিষ্ট্য বিদ্যমান। কাঁদাযুক্ত লবণাক্ত,পাথুরি কুচি,বালু ও পাথুরী রভিস দারা এবং কৃষি কাজে ব্যবহার অনুপযোগী মাটি প্রক্রিয়াজাত করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ইট তৈরি করা হয়ে থাকে। প্রতি হাজার ফাস্ট ক্লাস ইট ১১ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে।
কম জ্বালানী ব্যয় অদাহ্য ও অস্বাস্থ্যকর কালো ধোঁয়া নির্গত হয় না। ফলে এ প্রতিষ্ঠানের আশপাশ এলাকার কৃষি জমি নষ্ট হয় না৷ গাছপালা ও ফসল উৎপাদনের ওপর কোনও ক্ষতিকর প্রভাব পড়ে না। মানুষের মধ্যে এই ইট সম্পর্কে ভাল ধারণা না থাকায় এখনও তেমন চাহিদা তৈরি হয়নি। তানিয়া ব্রিকস এর ম্যানেজার আজগর আলী জানান, জার্মান প্রযুক্তি উন্নত মানের কারিগর সহায়তায় মাগুরা জেলায় প্রথম উন্নত মানের পরিবেশ বান্ধব এই ইট উৎপাদন শুরু হয়েছে। অত্যাধুনিক এই মেশিনে দৈনিক ১৫/১৬ হাজার ইট উৎপাদনে সক্ষম। তবে আপাতত চাহিদার ভিত্তিতে দৈনিক ৫/৬ হাজার ইট উৎপাদন করছে। আনোয়ার নামের এক ক্রেতা জানান, এই ইট উন্নত মানের নিখুঁত, দৃষ্টি নন্দন এবং মান সম্পন্ন হওয়ায় আমি আমার বাড়ী করার জন্য ইট ক্রয় করতে এসেছি৷
Like this:
Like Loading...