মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা বি এন পি ও এর অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বি এন পি’র আহবায়ক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীনের বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান।শ্রীপুর উপজেলা বি এন পি’র আহবায়ক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বি এন পি’র অন্যতম নেতা শিকদার মন্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল,সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খান, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, শ্রমিক দলের উপজেলা সভাপতি আব্দুল আলিম খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বদরুল আলম লিটু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এনায়েত হোসেন মোল্লাসহ আরো অনেকে।
আলোচনা সভার পূর্বে শ্রীপুর থানা মসজিদের প্রধান খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা ফয়সাল আলমের পরিচালনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।