মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল – জান্নাহ সভায় সভাপতিত্ব করেন।
সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ২ নং আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, ৩ নং শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, ৪ নং শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, ৫ নং দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, ৬ নং কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, ৭ নং সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, ১ নং গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাছের জোয়ার্দার, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, শ্রীপুর সরকারি মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারীসহ অন্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক, ইভটিজিং, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে বিধিনিষেধসহ নানা বিষয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গৃহিত হয়।