মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে আজ দুপুরে মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নের ১৬ টি সিআইজি সমিতির প্রতিটিতে ১৭৫ কেজি খাদ্য, ৩০ কেজি কার্প মিশ্র ও এক হাজার শিং মাছ প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার মীর মোঃ লিয়াকত আলীসহ অন্যরা।
দেশীয় মাছ চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারের মৎস্য মন্ত্রণালয় এ কর্মসূচি গ্রহণ করেছে।