মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল রানী মন্ডল (৪৫) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মুকুল রানী মন্ডল চরগোয়ালদহ গ্রামের সুপদ মণ্ডলের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পরিবার সুত্রে জানা যায়, আজ বিকেলে বাড়ির কাজ শেষ করে রান্না করতে গিয়ে রান্না ঘরে থাকা বিদ্যুতের লাইন থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির অন্য লোকজনের সাহায্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।