মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার বিকেলে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন সহকারী (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামীমা সুলতানা।
শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সন্চালনায় এ আলোচনা সভায় ‘ বিশ্ব মা দিবসে’র গুরুত্ব তুলে ধরে আলোচকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শতাধিক মা অংশগ্রহণ করেন।