মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস উপলক্ষে মাগুরার শালিখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সহকারি কমিশনার ভূমি তিথি মিত্র,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বিশারুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াছুর রহমান শিকদার প্রমূখ।
Like this:
Like Loading...