মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু –
মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী হয়েছে দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল দল। গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২৪-০ গোলে পরাজিত করেছে।
বালকদের মধ্যে চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব।