মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৭-১৮ অর্থবছরে মাগুরার শ্রীপুর উপজেলায় ১০টি অটো ভ্যান, ২০টি মাছ ধরা জাল ও ০১টি ইঞ্জিন চালিত নৌকার জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়।
আজ শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর উপস্থিতিতে বরাদ্দকৃত অর্থে মৎস্যজীবী আদিবাসীদের মধ্যে ২০টি মাছ ধরা জাল, ০১টি ইঞ্জিন চালিত নৌকা এবং শ্রীপুর উপজেলা আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের মাঝে ১০টি অটো ভ্যান প্রদান করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এবং শ্রীপুর উপজেলার আদিবাসী সদস্যগণ উপস্থিত ছিলেন।