মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেষ স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা চলছে । দুই দিনব্যাপি কর্মশালার ১ম দিনে উপজেলার ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেসবুকের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন হাজিরা, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, শিক্ষা সংক্রান্ত পোষ্টসমূহ আদান-প্রদান করা যায়। ফেসবুক গ্রুপের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা বাস্তবায়নে একে অপরের কর্মপন্থা শেয়ার করতে পারেন। এসকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।