মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৮ তম তিরোধান দিবস উপলক্ষে মাগুরা শহরের নতুন বাজার ছানা বাবুর বটতলা প্রাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গনে বিশেষ পূজা ও দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ মাগুরা জেলা শাখা।
সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে সূচনা হয় দিবসের। এরপর সকাল ৮টায় হাজারো ভক্তের উপস্থিতিতে শহরের নতুনবাজার বটতলা থেকে মঙ্গলশোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতদোহা ল্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, নিতাই গৌর রাধাবিনোদ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ভবানন্দ দাস বাবাজী মহারাজ, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজসহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন।
এ উপলক্ষে দিনব্যাপী পূজা ও সাংস্কৃতিক অন্ষ্ঠুানের আয়োজন করা হয়। ধর্মীয় আলোচনাসভা শেষে সংগীত পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের তনুশ্রী রায় ও রথীন্দ্রনাথ মিত্রসহ স্থানীয় শিল্পীরা।