মহসিন মোল্যা , বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার নাজায়েত আলীর স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজনে করে।
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আবু আনছার নাজাত আশার সঞ্চালনায় এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মজা, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার।
আলোচনা সভা শেষে দোয়ার মাহফিল পরিচালনা করেন খামারপাড়া গোরস্থান মোড় জামে মসজিদের ইমাম বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু সাহিদ।