শ্রীপুরে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১’ উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও আয়োজক কমিটির সভাপতি লিউজা উল জান্নাহ সমাপনী বক্তব্য প্রদান ও পুরস্কার বিতরণ করেন। শ্রীপুর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মঈদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব এবিএম রকিবুল হাসান প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্ত ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার, অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক ও উপস্থিত বক্তিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার ৫ টি কলেজ ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বৈজ্ঞানিক উপকরণ প্রদর্শন করা হয়।
February ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

February ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: