বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-
মহম্মদপুর উপজেলার নহাটায় নবমতি সাহিত্য পরিষদের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উৎযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।
নহাটা রানী পতিত পবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ.হা.ম হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. শামীমা সুলতানা, যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জুলফিকার আলী, মাগুরা সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান।
এছাড়াও নবমতি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠিতা ব্যাংকার মোঃ শাহজাহান মিয়াসহ মোঃ হাবিবুল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, মশিউর রহমান, আসলাম বিশ্বাস ও প্রতিষ্ঠিতা সদস্য খান হাবিব সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।