বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার বিকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট – ২০২১ এর ফাইনাল খেলায় গড়াই দল ২৮-১৪ পয়েন্টে মধুমতি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু
বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।
সুপ্রভাত বাংলাদেশ এর সভাপতি ফারুক রেজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক আবু সাইদ মোল্লা , আনিসুর রহমান খোকন প্রমুখ। মাগুরার স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রভাত বাংলাদেশ এর আয়োজনে এ টুর্ণামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে।