বিশেষ প্রতিবেদক –
মাগুরার শ্রীপুর উপজেলার দিয়ে প্রবাহমান গড়াই নদীর লাঙ্গলবাঁধ, কালিনগর, দোরাননগর, চরচৌগাছী, ঘষিয়াল, আমলসারসহ বিভিন্ন এলাকার ভাঙ্গণ প্রবন এলাকা আজ মঙ্গলবার পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
মাগুরার শ্রীপুরের গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে নদী পাড়ের ৮.৬ কিলোমিটার এলাকার সংরক্ষণ বাঁধ নির্মাণ ও ৪.৭ কিলোমিটারের খনন কাজে ৮১৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প
হাতে নেয়া হয়েছে। মার্চ মাসের মধ্যে এটি একনেকে অনুমোদন হবার প্রত্যাশার কথা জানান তিনি।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।