নিউজ ডেস্ক-
উৎসবমুখর পরিবেশে ঢাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী মাগুরাবাসির প্রয়াস ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’র আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবছর চতুর্থবারের মতো এ পূজার আয়োজন। মিরপুর-২ এ অবস্থিত ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন এ আয়োজনকে ঘিরে সমিতির নেতৃবৃন্দসহ ঢাকাস্থ মাগুরাবাসির মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে। দিনভর পূজা, হাতে খড়ি, পুষ্পাঞ্জলী, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাগুরাবাসির উপস্থিতি রিতিমতো মিলনমেলায় পরিনত হয়।
মা সরস্বতী বিদ্যা এবং ললিত কলার দেবী।
‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’ এটি চতুর্থবারের আয়োজন। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডাঃ বিনয় কুমার দাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এবারের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজন সাহা, লাবনী বিশ্বাস, মনেষ অধিকারী, সনৎ সেন, শ্যামল কুমার বিশ্বাস, লিপন ঘোষ, মিঠুন অধিকারী এবং বিলাশ সেন।