মাগুরানিউজ.কম:
আজ ১২ ডিসেম্বর, সারাদেশের সাথে প্রথমবারের মত মাগুরার শ্রীপুরেও জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ্ শরিফীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, উপজেলার ৬টি কলেজের অধ্যক্ষ ও আইসিটি/কম্পিউটার শিক্ষক, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি/কম্পিউটার শিক্ষক, ১২টি মাদ্রাসার সুপার ও আইসিটি/কম্পিউটার শিক্ষক, ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি/কম্পিউটার শিক্ষক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আইসিটি/কম্পিউটার শিক্ষকবৃন্দের সমন্বয়ে আলোচনা সভা করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সোস্যাল মিডিয়ার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।