মাগুরানিউজ.কম:
সারাদেশের সাথে প্রথমবারের মত মাগুরাতে আজ মঙ্গলবার র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। কালেক্টরেট চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) কাজী আহসান হাবীব প্রমুখ।