মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের পারলা বেলতলা এলাকা থেকে মোঃ শাহীন (২৪) ও মোঃ রোহান (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহযোগীতায় মাগুরা সদর উপজেলা ইউএনও আবু সুফিয়ান এর নেতৃত্বে আজ ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ও নেশাদ্রব্যের সরঞ্জাম সহ হাতেনাতে ওই দুই যুবককে আটক করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, একটি টিনসেড বাড়ি ভাড়া করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এই দুই যুবক। মাদকের পরিমান বেশী হওয়ায় ভ্রাম্যমান আদালতের আওতায় না থাকায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আটক দুই যুবকের মধ্যে মোঃ শাহীন ইজিবাইক চালক ও রোহান এইচএসসি পাশ ও শ্রীপুর উপজেলার বড়াইলদহ গ্রামে বাড়ী বলে জানা গেছে।