মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে শালিখায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়৷ সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা৷ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ সহ বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবান্দ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, আমরা সকলে যে কোন খাবার খাওয়া আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে৷ হাতে যাতে কোন প্রকার জিবাণু লেগে না থাকে৷ এছাড়াও আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করতে হবে।না হলে আমাদের লক্ষ পূরণ হবে না। কারণ আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানেটারি বিষয়ে কম জানেন। তাদের সতর্ক করাই আমাদের মূল লক্ষ্য।