মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় কর্মহীন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (০৯ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা মোঃ কামরুজ্জামান, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মো: বাতেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, সোনালী ব্যাংক মাগুরা জেলা শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৮৭ জনের মধ্যে জনপ্রতি নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।
Like this:
Like Loading...