বিশেষ প্রতিবেদক-
মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী আজ
মঙ্গলবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরন করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে ১০০ জন করোনায় ক্ষতিগ্রস্থ লোকদের মাঝে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা ও ৫০ জন কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের মাঝে মাগুরা সোনালী ব্যাংক লি: সি এস আর কার্যক্রমের দেওয়া খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা ও ১ টি সাবান বিতরন করা হয়। কর্মহীন শ্রমজীবী মানুষ এই নগদ টাকা ও খাদ্য সামগ্রী পেয়ে উপকৃত হয়েছে।