মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ সকালে অসহায়-দরিদ্র নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিস এলাকার ৪০০টি পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ, সমাজসেবক মো. সাখাওয়াত হোসেন সন্টু, ইউপি সদস্য হাবিবুর রহমানসহ যাকাত ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধিবৃন্ধ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।