মাগুরানিউজ.কম:
প্রতিনিয়তই কোনো না কোনো নতুন ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এবার পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে প্রাইভেট কমেন্ট করার ফিচার।
এর মাধ্যমে কোনো পোস্টে মন্তব্য করার সময় ঠিক করে দেওয়া যাবে মন্তব্যটি কারা দেখতে পাবেন।
ফিচারটির অংশ হিসেবে কমেন্ট বক্সে একটি প্যাডলক আইকন দেখা যাবে। এই আইকনটিতে ক্লিক করলে চারটি আলাদা অপশন পাবেন ফেসবুক ব্যবহারকারী। বন্ধু ও পোস্টদাতা, শুধু বন্ধু, পোস্টদাতা ও অন্যান্য মন্তব্যকারীরা এবং সবাই- এই চারটি অপশন থেকে বেছে নেওয়া যাবে মন্তব্যটি কারা দেখতে পারবেন।