মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের নতুন বাজার সাহা পাড়ায় আজ মঙ্গলবার রাতে একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত সোহেল মীর (৪৫) কে আটক করেছে। আটককৃত সোহেল মাগুরা শহরের কাউন্সিল পাড়ার মৃত ইকু মীরের পুত্র।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে শহরের নতুন বাজার সাহাপাড়ায় বাবলু সাহার পরিবারিক কালি মন্দিরের ভেতরে ঢুকে সোহেল মীর নামে মাদকাসক্ত এক যুবক শিব মূর্তির মাথা ভেঙ্গে কালি প্রতিমার মাথার লাগিয়ে দেয় এবং মন্দিরের ভেতরে আসবাবপত্র ভাংচুর করে। প্রতিমা ভাংচুরের শব্দ পেয়ে বাবলু সাহার স্ত্রী ও তার ছোট ভাইয়ের স্ত্রী কৌশলে মন্দিরের গেটে তালা লাগিয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রতিমা ভাংচুরের দায়ে সোহেল মীর নামে ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।