মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় মাদক সেবনের দায়ে সাইফুল ইসলাম বিশু নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল ৫টার দিকে পারনান্দুয়ালী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকার জানান, মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক নাহিদ ফেরদৌসের তথ্যের প্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় সেখানে গাঁজা সেবনরত ও ১ পুরিয়া গাঁজাসহ বিশুকে আটক করা হয়। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিশুকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাদক নিয়ন্ত্রনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকার ।