বিশেষ প্রতিবেদক-
আজ ভোরে মাগুরা নড়াইল ভায়া গঙ্গারামপুর সড়কের মাগুরা সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে বরযত্রীবাহী খাদে তিনজন আহত হয়েছে। তারা হলেন প্রকাশ সাহা , সঞ্জয় ও স্মৃতি সাহা । তাদের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে , মাগুরার শ্রীপুর থেকে নড়াইল যাওয়ার পথে ভোর রাতে চালক বরযত্রীবাহীবাস নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে খাদে তিনজন আহত হয়েছে।