বিশেষ প্রতিবেদক-
সুনামগঞ্জ জেলার বন্যার্তদের জন্য মাগুরা জেলার দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী আজ বিকালে প্রেরণ করা হয়েছে । মাগুরা জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস ও পৌরসভা আয়োজিত এই
ত্রান সামগ্রী আনুষ্টানিকভাবে ট্রাকযোগে সুনামগঞ্জে আজ বিকালে প্রেরণ করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। ত্রাণবাহি এই ট্রাকে ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ২ হাজার কেজি চিড়া, ৫০০ কেজি মুড়ি, ৫০০ কেজি চিনি, ২ হাজার বোতল পানি, মোমবাতি, ম্যাচ ও বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা
হয়।
এসময় মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো: নুরুজ্জামান ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।