মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ২০২১-২২ অর্থবছরে প্রণোদনার কর্মসূচীর আওতায় খরিদ/২০২২-২৩ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুর্নবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার,২০ কেজি এমওপি সার, কীটনাশক, পলিথিন, নাইলন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্যামানন্দ কুন্ডু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা প্রমুখ।