মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক –
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের জরুরি আলোচনা সভা আজ বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে এবং আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের লক্ষ্যে এ জরুরি আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে সংসদ সদস্য এ্যাড সাইফুজ্জামান শিখর ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউয়ুন রশিদ মুহিতের সন্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, যুবলীগ নেতা আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা। সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চেয়ারম্যানগণ, ৮ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দলের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের জন্য সিদ্ধান্ত গৃহিত হয় ।