বিশেষ প্রতিবেদক-
মাগুরায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল প্লাটফরমে তুলে ধরতে মোবাইল গেমিং ও শিক্ষনীয় অ্যাপসের ক্যাম্পেইন শুরু হয়েছে।
গতকাল বুধবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’র সুন্দরবন রেজিমেন্ট খুলনার তত্ত¡বাবধানে মাগুরা সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুন বঙ্গবন্ধু অ্যাপ কার্যক্রম ছড়িয়ে দিতে দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করে। সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম হীরকের নেতৃত্বে বিএনসিসি’র টিম বিভিন্ন স্তরের জনসাধারণ তাদের নিজস্ব মোবাইলে ‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপসটি ইনস্টল করে দেন।
বিএনসিসি’র প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম হীরক জানান, সর্বসাধারণের মোবাইলে অ্যাপসটি ইনস্টল করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী ১ সপ্তাহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন।