শালিখায় সাড়ে তিন একর ঘেরের ৬ লক্ষাধিক টাকার মাছ লুট ও পাড়ের শত শত কলাগাছ কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
শালিখা উপজেলার সাবলাট গ্রামের মঙ্গলবার রাতে লুৎফর আকমাল নামের এক ব্যাক্তির সাড়ে তিন একর ঘেরের প্রায় ৬ লক্ষ টাকার মাছ লুট ও পাড়ের প্রায় চার শত কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ এছাড়াও ৪০ হাজার টাকা মূল্যের দুইটি স্যালোমেশিন নিয়ে গেছে। সরেজমিনে গিয়ে জানাযায় কিছুদিন আগে উক্ত গ্রামে প্রতিপক্ষের হামলায় শরিফুল মোল্যা নিহত হন।
 শরিফুল হত্যা মামলার আসামি পক্ষের লোক লুৎফর আকমাল ৷ সে বদর উদ্দিন কে মারপিটের আসামী হওয়ায় দীর্ঘ দিন বাড়ী ছাড়া। লুৎফর রহমানের স্ত্রী মাফুজা বেগম, মেয়ে রিপাসহ পরিবারের সদস্যরা  বলেন হত্যা মামলার আসামি পক্ষের লোক হওয়ায় আমাদের পুরুষরা কেউ বাড়ীতে থাকে না। এই সুযোগে প্রতিপক্ষরা  (ছবেদ মোল্যা-মোহব্বত গ্রুপ) আমাদের ঘেরের প্রায় ৬ লক্ষ টাকার মাছ লুট ও প্রায় চার শত কলাগাছ কেটে দিয়েছে। এ ছাড়াও দুইটা স্যালোমেশিন নিয়ে গেছে। তারা আরো আশংখা করেন যে দক্ষিন মাঠের প্রায় আড়ায় একর জমির ঘেরের মাছ লুট ও কলাগাছ কেটে দেয়ার সম্ভবনা রয়েছে। ক্ষতি গ্রস্থ লুৎফর আকমালের সাথে মোবাইল ফোনে কথা বল্যে তিনি বলেন আসামী হওয়ায় আমি দীর্ঘ দিন বাড়ি ছাড়া। এ সুযোগে প্রতিপক্ষরা আমার ব্যাপক ক্ষতি করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এব্যপারে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, উক্ত  এলাকায় একটি হত্যা সংঘঠিত হয়েছে৷ আর হত্যার মত নেক্কার জনক ঘটনাকে ধামাচাপা দিতে নিজেরা এই ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ তবে এই  বিষয়ে  আজ বৃহস্পতিবার  দুপুর পযন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুতই তদন্ত করে আইনগত  ব্যবস্থা গ্রহন করা হবে।
February ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

February ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: