বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আজ
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শপথবাক্য পাঠ করেছেন
বিভিন্ন শ্রেণি পেশার ১০ সহস্রাধিক মানুষ।
দুপুর থেকেই হাজার হাজার মানুষ শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নিতে বীর
মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সমবেত হতে থাকেন। বিকাল ৩ টার
মধ্যেই গোটা স্টেডিয়াম ১০ সহস্রাধিক মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে। বীর
মুক্তিযোদ্ধাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ বিভিন্ন সরকারি
বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, কৃষক শ্রমিক, আইনজীবী, সাংবাদিক,
বিভিন্ন অঞ্চলের তৃণমূলের মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
জাতীয় পতাকা হাতে নির্ধারিত সময়ে শপথবাক্য পাঠ করেন। শপথ শেষে মাগুরা জেলা
প্রশাসক ড. আশরাফুল আলম ঐতিহাসিক ও গৌরবের এ শপথ অনুষ্ঠানে স্বতস্ফুর্ত
অংশ গ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।